• আইন ও আদালত

    পাবনা জোরপূর্বক ফসলি জমির মাটি কাটার অভিযোগ

      প্রতিনিধি ১ মে ২০২৩ , ১২:০৩:৩৩ প্রিন্ট সংস্করণ

    পাবনা প্রতিনিধি:

    পাবনার সুজানগর উপজেলা দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামের হাচেন আলী পিতা-তেলাম আলী প্রামানিকের বাড়ির সম্পত্তি এবং পার্শ্ববর্তী মাঠের ফসলের জমির মাটি জোরপূর্বক কাটার অভিযোগ পাওয়া যায় এলাকার প্রভাবশালী, শামীম মৃধা, রাফিউল আলম মৃধা , ও রুবেল মৃধার বিরুদ্ধে। এদিকে সরে জমিনের ঘুরে দেখা যায় আইনকে তক্তা না করে স্থানীয়দের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুলাই এলাকায় ৩ ফসলের প্রায় ৪০ বিঘা ফসলি জমি কেটে পুকুর কাটছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন আমাদের জমি জোর করে নিয়েছে, এবং তাদের জমি এমনভাবে কাটছে যে, আমাদের জমি ভেঙ্গে যাবে।এবং ছদ্মনামে কামাল হোসেন অভিযোগ করেন পুকুরের চালা আমাদের জমির উপর, অথচ অভিযোগ দিলে উনারা বলেন তোমরা টাকা নিয়ে সরে যাও, এখানে একটা প্রজেক্ট করছি দেখছো না, আমাদের অনেক জমি লাগবে, এখানে প্রজেক্ট করব, এলাকায় কর্মসংস্থান বাড়বে ইত্যাদি, ইত্যাদি। এলাকার আরো একজন ভুক্তভোগী জানান, ওদের উপরে লোক আছে, ওদের পুলিশে একজন বড় কর্মকর্তা, উনার সাহসে এরা যত এলাকায় অবৈধ কাজ করছে।

    ডিসি অফিস, এসপি অফিস, ইউএনও,থানা, উপজেলা চেয়ারম্যান, এমপি সব জায়গায় অভিযোগ করেছি কোন লাভ হয়নি।এদিকে আরেকজন ভুক্তভোগী কৃষক বলেন ওদের বিরুদ্ধে কিছু বললে মামলা খাওয়ার সম্ভাবনা রয়েছে।বিষয়টি শামীম মৃধা, রাবিউল মৃধার কাছে জানতে চাইলে তারা বলেন আমরা নিজের জায়গায় পুকুর করছি এটা বড় প্রজেক্ট এখানে এলাকার শত শত মানুষের কর্মসংস্থান হবে, কারোর জায়গা আমরা জোর দখল করছি না, যারা বলছে তারা এলাকার শত্রু এলাকায় ভালো কিছু হোক সেটা তারা চায় না।

    সকল অবৈধ কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ