• Uncategorized

    পাবনায় ৩৯০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ ২ জন আটক

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১ , ১:১৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    আলাউদ্দিন আদম-স্টাফ রিপোর্টার পাবনা:

    পাবনায় আমিনপুর থানা পুলিশের অভিযানে ৩৯০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ১২টায় পাবনা কাজিরহাট ফেড়ীঘাট হতে অভিযান চালিয়ে আটক করা হয়।
    আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলা দৌলতপুর বাহিরমাদী (ফিলিপনগর) এলাকার মোঃ মহসিন মন্ডলের ছেলে মোঃ ওয়াসিম আকরাম(২২) এবং মুন্সিগঞ্জ জেলা পূর্ব শীলমান্দী এলাকার মৃত কবির মোল্লর ছেলে মোঃ ওমর ফারুক(২৫)।

    আমিনপুর থানার ওসি মোঃ রওশন আলী বলেন, প্রতিদিনের মতো নিয়মিত ডিউটি হিসাবে কাজিরহাট ফেড়ীঘাটে একটি টিম গাড়ী চেক করার জন্য অবস্থান করে। তারই ধারাবাহিকতায় সন্দেহ জনকভাবে একটি প্রাইভেট কার চেক করতে গেলে, কারটির পেছনের ডালা হতে প্লাষ্টিকের বস্তায় ভরা ৩৯০ বোতল ফেন্সিডিলের সন্ধান পায় সেখানে ডিউটিরত অফিসার এ এস আই মুরাদ। সাথে সাথে ফেন্সিডিল সহ কারটির ভেতরে থাকা ২জন ও কারটি আটক করে পুলিশ। মোঃ রওশন আলী বলেন তাদের বিরুদ্ধে আমিনপুর থানায় একটি মামলা দায়ের হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ