প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২১ , ১২:২২:০৩ প্রিন্ট সংস্করণ
পাবনায় ৩০০ পিচ অবৈধ্য মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গত কাল ভোর রাতে র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন লাইব্রেরী বাজার মোড়ের আটোয়া বয়েজ ক্লাবের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃরবিউল ইসলাম মোঃআহাদ নামে দুইজনকে গ্রেফতার করে। তাদের নিকট হতে ৩০০ পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল।এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।