রানা মিয়া-পাবনা প্রতিনিধিঃ
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের জমিতে শুরু হয়েছে ধান কাটা উৎসব। আজ শুক্রবার সকালে ঠাকুর অনুকুলচন্দ্র আশ্রমের পাশে নিজস্ব জমিতে ধান কাটা শুরু হয়। করোনাকালে শ্রমিক সংকটের কারণে এবার ধান কাটা নিয়ে বিপাকে পড়েন আশ্রম কর্তৃপক্ষ। তবে সেই দুশ্চিন্তা কাটিয়ে সৎসঙ্গের ভক্ত কর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কাটা উৎসবে অংশ নেন। তারা নিজেরা ধান কেটে আশ্রমে পৌঁছে দেন।
ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা জানান, এ বছর তারা নিজস্ব ৭০ বিঘা জমিতে ধান চাষ করেছেন। কিন্তু করোনা ও লকডাউনের কারণে ধান কাটা নিয়ে দেখা দেয় শ্রমিক সংকট। ফলে আশ্রমের নিবেদিত প্রাণ কর্মীরা স্বেচ্ছাশ্রমে জমির ধান কেটে ঘরে তুলছে। দল বেঁধে তারা উৎসবমুখর পরিবেশে ধান কাটায় অংশ নেন তারা। উন্নত প্রযুক্তির মাধ্যমে অল্প জমিতে অধিক ধান উৎপাদনে সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.