প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২২ , ৪:১৬:৫৭ প্রিন্ট সংস্করণ
আসাদুজ্জামান বিকাশ:
পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বরেণ্য অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী গত রাত ৭.৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত ১৩ ডিসেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিনই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী নমিতা চৌধুরী, পাঁচ কন্যা ও তিন পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। আজ রাতেই তাঁকে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল সেখানেই শেষকৃত্য করা হবে।
একজন অসাম্প্রদায়িক ও উদারচিন্তার অধিকারী রাধাগোবিন্দ চৌধুরী সুজানগর এলাকায় দুলাল মাস্টার নামে সমধিক পরিচিত ছিলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে ১৯৯৪ সালে তিনি অবসরে যান এবং অবসর গ্রহণের এক বছর পর নাজিরগঞ্জ এলাকার জনগণের বিশেষ অনুরোধে পুনরায় ১৯৯৫ সালে তিনি নাজিরগঞ্জ এস এ খান কিন্ডারগার্টেন ও স্ট্যান্ডার্ড স্কুলের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। সেখানে ২০১৬ সাল পর্যন্ত অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে অবসরে যান। অবসর গ্রহণের পর তিনি নিজ গ্রামেই অবস্থান করেন এবং এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেন।