আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ
ইমাম হাফেজ আবু মুসাকে ঘোড়ার গাড়িতে করে দীর্ঘ ৫৩ বছর ইমামতি করার পর এক রাজকীয় বিদায় দেন তার মুসল্লীরা। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার সাথিয়া নামক উপজেলার যশমন্তদুলিয়া নামক গ্রামে। যেখানে হাফেজ আবু মুসা নামে এক ইমাম তিনি অত্যান্ত সুনামের সাথে সুদীর্ঘ ৫৩ বছর ইমামতি করেন সেখানে। বিদায় লগ্নে উপস্থিত তার হাজারখানেক মুসল্লী কান্নায় ভেঙে পড়েন।
এ সময় তাদের বক্তব্য ছিলো আমরা নামাজ কালাম শিখা সহ সামাজিক যাবতীয় সমস্যাগুলো হুজুর থেকে সমাধান নিতাম।
হুজুর অনেক ভালো লোক ছিলেন তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে থাকবেন। কিন্তু হুজুর বার্ধক্যজনিত সমস্যার কারনে আমাদের থেকে আজ বিদায় নিচ্ছেন যা আমরা মেনে নিতে পারছি না!
তাদের এই বিদায়ী সংবর্ধনা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ব্যপকভাবে প্রশংসীত হয়েছে। আসলে প্রত্যেকটি ইমামের বিদায় করার দৃশ্য এমনিই হওয়া উচিৎ। ঐ এলাকার যুবসমাজ প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এমন সম্মানি বিদায় দিয়েছেন তাদের ইমামকে। অনেক উপহারও দিয়েছে এলাকার লোক জন। অশ্রুসিক্ত দোয়া শেষে তাকে বিদায় জানানো হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.