প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৯:০৪:৪৯ প্রিন্ট সংস্করণ
আতিকুল ইসলাম আসিফ-সুজানগর পাবনা প্রতিনিধিঃ
পাবনায় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। রবিবার (১৫সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসক অফিসের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলাশাসক শরীফ আহম্মেদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ, দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুস সালাম,
দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক ও পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের সভাপতি সোহেল রানা বিপ্লব, দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল নাহিদ মিয়া, দৈনিক উন্নয়নের কথা সম্পাদক আবুল হাশেম, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার শামীম আহম্মেদ, সাপ্তাহিক ক্রাইম পেট্রোল জেলা প্রতিনিধি কামরুজ্জামান টিপু, দৈনিক আলোকিত ৭১ সংবাদ জেলা প্রতিনিধি কবি আতিকুল ইসলাম আসিফ,
অগ্রযাত্রা টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মাহমুদ, দৈনিক স্বতঃকন্ঠের বার্তা সম্পাদক শিউলি আক্তার, আজকের দর্পণের জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স প্রমুখ। সাংবাদিক নেতারা বলেন, এখনও জেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা মিটিংয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতি খুবই দুঃখজনক। দেশ ও জাতির কল্যাণে এবিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। বিগত দিনগুলোতে গণমাধ্যমের টুটি চেপে ধরা হয়েছে, এ বিষয় থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার সুপারিশ করেন তারা।