• অর্থনীতি

    পাবনায় সবজির বাজার চড়া দিশেহারা সাধারণ মানুষ

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ৫:৩৭:৩৫ প্রিন্ট সংস্করণ

    পাবনা প্রতিনিধি :

    পাবনায় সবজির অস্বাভাবি মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন স্বল্প আয়ের সাধারণ মানুষ। বাজার মনিটরিংয়ের কোন পদক্ষেপ না থাকায় একটি অসাধু সিন্ডিকেট ইচ্ছেমতো নিত্যপণ্যের দাম বাড়িয়ে মুনাফা লুটছে বলে অভিযোগ। বাজারে চাল,আটা, ময়দা,ডিমসহ নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। অনেক ক্ষেত্রে এসব পণ্য যেন ক্রয় ক্ষমতার বাইরে। এরপর শাক-সবজির দাম হঠাৎ করেই কয়েকগুণ বেড়ে গেছে। বেড়েছে মুরগি,মাছ ও মাংসের দামও।

    শিমের দাম ১৮০ টাকা থেকে ২০০ টাকা,বেগুনের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। ঝিঙে ৬০ টাকা কেজি,পটল ৫০ টাকা,ঢেঁড়শ ৫০ টাকা,এক হালি কাঁচকলা ৩০ টাকা,বরবটি ৮০ টাকা,মূলার কেজি ৫০ টাকা,কুড়ি কচু ৪০ টাকা,শসার কেজি ৬০ টাকা,সবুজ শাক ১০০ টাকা,লাল শাক ৮০ টাকা কেজি,পেঁপে ৪০ টাকা কেজি। এ ছাড়া বেড়েছে মুরগির দাম। সোনালী মুরগির কেজি ৩০০ টাকা,লেয়ার ২৮০ টাকা,দেশী ৫০০ টাকা,ব্রয়লার ১৮০ টাকা।

    এক সপ্তাহের ব্যবধানে শাক-সবজির দাম বেড়েছে কয়েকগুণ। বিক্রেতারা জানান,বাজারে শাক-সবজির সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। আমদানি বাড়লে দাম কমে যাবে। কাঁচাবাজারের কোন দোকানেই মূল্য তালিকা নেই। অনেক শাক-সবজির দোকানেই চাল,ডালসহ নিত্যপণ্যসামগ্রীও বিক্রি করা হচ্ছে।
    বাজার তদারকি না করার কারণে একটি অসাধু সিন্ডিকেট ইচ্ছেমতো দাম বাড়িয়ে শাক-সবজি বিক্রি করছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ