প্রতিনিধি ১৭ মে ২০২২ , ৯:৪৩:৪৯ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান, পাবনা:
“অনন্ত প্রবলতা উন্নতি সর্বদা, এই মৌসুমে বৃষ্টি হবে উপহারের” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় অনুষ্ঠিত হলো মাহিন্দ্রা ট্রাক্টরের মেলা। মঙ্গলবার সকালে পাবনা সদর উপজেলার দোগাছী বাজারে মাহিন্দ্রা ট্রাক্টরের মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় মাহিন্দ্রা ট্রাক্টরের গাড়ি প্রদর্শন ও বিক্রয় করা হয়। মেলায় প্রধান অতিথির বক্তব্য দেন, মাহিন্দ্রা ট্রাক্টর কোম্পানির রিজোন জোনাল ম্যানেজার মনিরুল ইসলাম।দোগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু খান মোস্তফা বাচ্চুর সভাপতিত্বে ও পাবনা জেলার ডিলার আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মার্কেটিং অফিসার একেএম আসিফ ইকবাল,ফোহাদ হোসেন। জোনাল ম্যানেজার মনিরুল ইসলাম জানান, আমাদের কোম্পানির মাহিন্দ্রা ট্রাক্টর কিনলে, নির্দিষ্ট ডাউন্টপেমেন্টে নিশ্চিত ডিসকাউন্ট, নির্দিষ্ট ডাউন্টপেমেন্টে গিফট ভাউচার,স্ত্রু্যাচ কার্ড ঘষলেই ধামাকা উপহার। উপহারের মধ্যে রয়েছে মোটরসাইকেল, ওভেন ও স্মার্ট ফোন।ডিলার আবুল কালাম আজাদ জানান, এই মেলায় দুই টি মাহিন্দ্রা ট্রাক্টর বিক্রয় করা হয়েছে।যদি কেউ মাহিন্দ্রা ট্রাক্টর ক্রয় করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন, রিফাত ইঞ্জিনিয়ার এন্ড অটো পার্টস, সুজানগর, পাবনা। মোবাইল নাম্বার ০১৭২৬৩১৭৭৪২।