পাবনা প্রতিনিধি:
ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে, দিন দিন বাড়ছে সহিংসতা,নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে সোমবার সন্ধ্যায় নির্বাচনী সহিংসতায় নাসিম হোসেন (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়। নিহত নাছিম চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়া পাড়া গ্রামের নায়েব আলী শেখের ছেলে এবং দুবলিয়ার হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রবিউল হক টুটুল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক খা একটি নির্বাচনী মিছিল বের করে। মিছিলে দু পক্ষের সংঘর্ষে শুরু হলে নাছিম মোবাইলে সংঘর্ষের দৃশ্য ভিডিও করছিল। এ সময় কয়েকজন যুবক এসে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত ৫ জনের মধ্যে গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাছিমের পিতা নায়েব আলী জানান, তার ছেলে ঔষধ কিনতে বাজারে গিয়েছিল।
এদিকে চরতারাপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রবিউল হক টুটুল ও বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক খা নিহত নাসিমকে নিজেদের সমর্থক বলে দাবি করছে। পাবনার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকোনুজ্জামান বলেন, ‘আমরা সবাই ঘটনাস্থলে রয়েছি। তদন্ত করা হচ্ছে। তদন্তের পর জানা যাবে কিভাবে নাছিম নিহত হল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল ও সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও শুকচর গ্রামের বকুল খানের ছেলে ফেরদৌস আলম ফিরোজ সহ তিন জন কে আটক করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.