প্রতিনিধি ২২ আগস্ট ২০২০ , ৯:৫৪:৪০ প্রিন্ট সংস্করণ
পাথর
মোঃ নাসির উদ্দীন
ধরেনি ঘুনে আজও মনে
পড়িয়ে দাও রাজটিকা
মনের এই গহীন যৌবনে
সুখ পাবে মরনে।
মনের কোনে দিয়েছি বাঁধ
তাইতো পোড়া দেহে
জাগেনা নব্য কোন সাধ
হয়েছি খুব নিখাঁদ।
দহন জ্বালায় পুড়ে পুড়ে
হয়েছি এক পাথর
তাইতো ফুটেনি বসন্তের ফুল
পড়েনি কলংকের ঢুল।
মনের ঘরে বসত করে
কতো কতো কর্তব্য
এই অধমও বাংলার তরে
হতে পারে উত্তম।
ফুটবেনা পাথরে ভালোবাসার ফুল
জীবনে হবেনা ভুল
যদি কেউ ফুটায় ফুল
ধন্য তার দু কূল।
সোনারু চিনে আসল সোনা
তাই দিন গুনা
পাথরে ফুটানো ফুল এতো
সহজ কাজতো না।
পাথরে ফুটা সব ফুলই
খাঁটি সোনা হয়।