প্রতিনিধি ২৬ মে ২০২২ , ১০:১৪:৪৫ প্রিন্ট সংস্করণ
আসিফ খন্দকার:
আজ ঢাকা মিরপুরে চিড়িয়াখানা রোডে অবস্থিত বুকশপ পাঠকবাড়িতে একটি সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আসরে উপস্থিত ছিলেন পাঠকবাড়ির প্রতিষ্ঠাতা,লেখক,সাহিত্য সংগঠক জনাব হাসানুর রশীদ। পাঠকবাড়ির ব্যবস্থাপনা পরিচালক রাফতি খান।আসরের প্রধান আকর্ষন হিসেবে ছিলেন ২০২২ বইমেলায় নন-ফিকশন ক্যাটাগরিতে বেস্টসেলার লেখক সাজিয়া জাহান সিনহা এবং তুমুল পাঠকপ্রিয় বই সুইসাইড নোট এর লেখক সহিদুল ইসলাম রাজন। আরো ছিলেন সম্পাদক আসিফ খন্দকার, প্রতিক সাহা পিয়াস, সুমাইয়া আক্তার মীম সহ প্রমুখ।
অনুষ্ঠানে সাহিত্য নিয়ে বিস্তার আলোচনা হয়।পাঠকবাড়ির ব্যবস্থাপনা পরিচালক রাফতি খান আমাদের বলেন, “পাঠকবাড়ির মূল উদ্যেশ্য সাহিত্যের উন্নয়ন এবং সাহিত্যপ্রেমী মানুষদের একত্রিত করা।সেই লক্ষ্যেই আমরা বিভিন্ন খ্যাতিমান লেখকদের সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি।আশাকরি পাঠকবাড়ি থাকবে লেখক-পাঠকদের পছন্দের শীর্ষে “। দৈনিক আলোকিত ৭১ সংবাদের পক্ষ থেকে পাঠকবাড়ির জন্য শুভ কামনা রইলো।