• দুর্ঘটনা

    পাটুরিয়া ঘাটে যানবহন সহ ডুবে গেল আমানতশাহ ফেরি

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২১ , ৫:০২:৫২ প্রিন্ট সংস্করণ

    রবিউল হাসান-নিজস্ব প্রতিবেদক:

    মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরির ডুবির ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিটিতে পণ্যবাহী ট্রাক ও বেশকিছু যানবাহন ছিল। এক পর্যায়ে ৪-৫টি যানবাহন ফেরি থেকে নেমে গেলে এর একপাশ কাত হয়ে ধীরে ধীরে পানিতে তলিয়ে যেতে থাকে।প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কোনো ধরনের হতাহতের খবর জানা যায়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ