পাঁচ বছর কারো উপকার করতে না পারলেও কারো কোন ক্ষতি করিনি-পারভেজ মিয়া
কিশোরগঞ্জের নৌকার প্রার্থী পারভেজ মিয়া (১৪ জানুয়ারী) সন্ধ্যায় ইসলামী সুপার মার্কেটের নির্বাচনী পথ সভায় বলেন, এই পাঁচ বছর কারো কোন উপকার করতে না পারলেও কারো কোন ক্ষতি করিনি। আমি বিশ্বাস করি আজকে কিশোরগঞ্জের মানুষকে আমি সম্মান করেছি, সম্মান করেছি বলেই মানুষ আমাকে সম্মানিত করেছে। ভুল ভ্রান্তি তো মানুষেই করে, আমার যদি কোন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। কিশোরগঞ্জ পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রযেছে, উন্নয়নের এই ধারাবাহিকতাকে চলমান রাখতে আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।
যুবলীগ নেতা বাসিরুদ্দিন রিপনের সঞ্চালনায় পথ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. এম এ আফজল, বিসিবির পরিচালক ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদ লুৎফুল আরেফিন গোলাপ, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জাতীয় শ্রমিক লীগের সভাপতি এ. বি এম সিরাজুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী, কিশোরগঞ্জ ৫নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর আবদুল করিম সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.