প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২২ , ৫:০৯:১৫ প্রিন্ট সংস্করণ
মোঃ হাবিবুর রহমান হাবিব-পলাশ নরসিংদী প্রতিনিধি:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদির পলাশে বিজয় দিবস উদযাপন করা হয়। পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্থাবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন,সৈয়দ জাবেদ হোসেন।
চেয়ারম্যান পলাশ উপজেলা পরিষদ। আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়া হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এ সময় পেরেট ও কুচকাওয়াস প্রদর্শন করেন, পলাশ উপজেলা শাখা, ফায়ার সার্বিস, সিবিল ডিফেন্স।আনসার বাহিনী, মুক্তিযোদ্দা কমান্ড দল,বাংলাদেশ পুলিশ বাহিনী সহ প্রায় ছোট-বড় আরো ৩০টি স্কুল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।