• খেলা

    পলাশের গজারিয়ায় ফুটবল ফাইনাল অনুষ্ঠিত।

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ৬:৩৩:৩১ প্রিন্ট সংস্করণ

    হাবিবুর রহমান হাবিব-পলাশ(নরসিংদী) প্রতিনিধি:

    পলাশ উপজেলার ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকারের সভাপতিত্বে গজারিয়া কেলার মাঠে গ্রাম ভিত্তিক ফুটবল ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ জাবেদ হোসেন। গ্রাম ভিত্তিক ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ার কারণে গ্রামের সকল দর্শকরাই মাঠে উপস্থিত ছিলেন যার ফলে গ্রামের খেলার মাঠে একটি ছোট স্টেডিয়ামে পরিণত হয়। খেলা শেষে সৈয়দ যাবে দেশের সকল দর্শকদেরও খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলেন খেলাধুলা মানুষকে বিভিন্ন খারাপ কাজ ও মাদক সেবন থেকে দূরে রাখে। খেলাধুলায় থাকলে কোনো মানুষই খারাপ কাজে লিপ্ত হতে পারেনা, মাদক এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হলে আমাদের অবশ্যই খেলাধুলার প্রতি অগ্রসর হতে হবে। উনি আরো বলেন রাজনীতিবিদ হওয়া সত্বেও খেলার প্রতি ভালোবাসা ধরণ টা আমার অন্যরকম কারন আমি নিজেও একজন খেলোয়ার ছিলাম। তাই আপনাদের সন্তানকে দেশের অনৈতিক কাজ থেকে বিরত রাখা ও মাদক সেবন থেকে দূরে রাখাতে হলে খেলাধুলার পথে অগ্রসর করুন। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে নয় আপনাদের সন্তান হিসেবে কথা দিচ্ছি আমার উপজেলার সকল মানুষকে অনৈতিক কাজও মাদক সেবন থেকে বিরত রাখার জন্য সার্বক্ষণিক আপনাদের পাশে থাকব।বক্তব্য শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে চেম্পিয়ন ও রানার আপ ট্রফি তুলে দেন জনাব সৈয়দ জাবেদ হোসেন, চেয়ারম্যান পলাশ উপজেলা পরিষদ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ