সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীর কালীবাড়ী হাটে ভয়াবহ অগ্নিকান্ডে মেসার্স সাহা ট্রেডাস,মেডিসিনের দোকান, কাপরের দোকান , চালের দোকান সহ প্রায় ৮ টি দোকান ঘর ও মালামাল পুরে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান।
ঘটনাটি ঘটেছে ২৩ ডিসেম্বর শুক্রবার ভোর ৫ দিকে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩ ঘন্টা নিরলস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান,মুসুল্লিরা ফজরের নামাজে যাওয়ার সময় কালিবাড়ী হাটে ওই মার্কেটের আল-আমিনের চালের আড়তে আগুনের লেলিহান শিখা দেখতে পান। মুহূর্তে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এরমধ্যে মার্কেটের ৮ টি দোকান-গোডাউন সম্পূর্ণ পুরে ভস্মিভূত হয়ে যায়। পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মশিউর রহমান জানান, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া, থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.