প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২২ , ৪:৪৬:৫১ প্রিন্ট সংস্করণ
উজ্জ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন।
বুধবার ৫/০১/২০২২ইংদুপুর আড়াই টার দিকে নীলফামারী ডোমার মহাসড়কের নীলফামারীর পলাশবাাড়ী নটখানা নামক স্থানের হক ফিলিং স্টেশনের সামনে ডোমার থেকে ছেড়ে আসা নীলফামারী গামী রাবিয়া পরিবহন নামে একটি যাত্রীবাসের ধাক্কায় দাড়িয়ে অটোরিকশা ২ যাত্রী নিহত হয়েছে।
নিহত ২ ব্যক্তির মধ্যে ১ জনের পরিচয় জানা গেলেও নিহত অপর ১ জনের পরিচয় জানা যায়নি নিহত ব্যক্তি নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের গ্যানদাস কানাইকাটা গ্রামের মৃত ভিক্কু রহমানের ছেলে ও দুই সন্তানের জনক মোহাম্মদ কিনু রহমান।
এবিষয়ে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ এর সাথে কথা হলে তিনি জানান আমি খবর পাওয়া মাত্র সেখানে ছুটে যাই এবং ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসি আর লাশ সেখানেই তার পরিবারকে বুঝিয়ে দেই ।