প্রতিনিধি ৪ আগস্ট ২০২২ , ১১:৩৪:২৯ প্রিন্ট সংস্করণ
ঢাকা রংপুর মহাসড়কে সন্দেহ ভাজন যাত্রীবাহি পরিবহন সহ অন্যান্য পরিবহন চেকিং কালে বিশেষ কায়দায় বৈদ্যুতিক তারের কয়েলের মধ্যে গাঁজা পেচিয়ে বহন করার পথে গাইবান্ধা পলাশবাড়ী থানা পুলিশের একটু টিম চার কেজি গাঁজা সহ আল আমিন(২৩) নামের এক মাদক কারবারিকে আটক করে।
থানা পুলিশ সূত্রে জানা যায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের আদেশে গাইবান্ধা পলাশবাড়ী থানাকে মাদক মুক্ত রাখার লক্ষে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সাবিক তত্বাবধানে থানার এস আই মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে এস আই রাম চন্দ্র প্রামানিক সঙ্গীত ফোস উপজেলা বরিশাল ইউনিয়নস্হ দুবলাগাড়ী গ্রাম জনৈক আশরাফুল ইসলামের দোকানের।
পশ্চিম পাশে ঢাকা রংপুর মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি চলাকালে ৩আগষ্ট বুধবার সন্ধা ৭ঘটিকার সময় যাত্রীবাহী বাস নিউ পিংকি এক্সক্লোসিভ পরিবহন যাহার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-ব -১৪-৯৪০৮ থামিয়ে চেক করা কালে আল আমিন (২৩) এর হেফাজতে ৪কেজি গাঁজা বৈদ্যুতিক তারের কয়েলের সহিত বিশেষ কায়দায় পরিবহন করছিল এ মাদককারবারি।
গ্রেফতারকৃত মাদক কারবারি আল আমিন(২৩) কুড়িগ্রাম জেলার ভুরাঙ্গমারী থানার খামার আন্দারিঝার গ্রামের ওয়াদুদ মন্ডলের ছেলে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা নং-০৪ /২০৭, তারিখ-০৪-০৮-২০২২, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য আইন ২০১৮ রুজু করা হয়।