প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২২ , ৫:৩১:৫০ প্রিন্ট সংস্করণ
সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাডীতে জাহিদুল ইসলাম নামের এক দশম শ্রেণীর শিক্ষার্থীকে চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জানা যায়, পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয় গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় হরিনাথপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জাহিদুল ইসলাম গত গত ৭ সেপ্টেম্বর ফুটবল খেলায় অংশগ্রহণ কালে তার হাত ভেঙ্গে যায়।
সেই থেকে জাহিদুল শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় ওই পরিবারটি মানবেতর জীবন যাপন করে আসছেন। এ কারণে ওই পরিবারটি বাড়তি কিছু সহযোগিতার প্রয়োজন। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাহিদুলের দরিদ্র বাবার হাতে চিকিৎসার ব্যয়ভারের জন্য ১০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।