প্রতিনিধি ২০ নভেম্বর ২০২২ , ১:৪১:২৪ প্রিন্ট সংস্করণ
সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
পলাশবাড়ীতে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি পলাশবাড়ী ও গোবিন্দগন্জের কয়েকটি স্থান পরিদর্শন করেন।
২০ নভেম্বর দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ একাডেমীক ভবনের সামনে ইটের সলিংয়ের রাস্তা পরিদর্শন করেন। শতবর্ষী এ প্রতিষ্ঠানটিকে জাতীয়করণের জন্য সংসদ সদস্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন অধ্যক্ষ এ.কে.এম আব্দুর নুর ও ম্যানেজিং কমিটির সভাপতি খাজা নাজিম উদ্দিন।
পরে মুক্তিযুদ্ধের সময় বাসুদেবপুর গ্রামে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন ও গোবিন্দগঞ্জে দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের বঙ্গবন্ধুর সহচর মজিবুর রহমান বিএসসি’র ছেলে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান নজমুর কবর জিয়ারত করেন। এর আগে সকাল ১০টায় পলাশবাড়ী উপজেলা কৃষি অফিস চত্তরে ৩৬৩৫ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণের অংশ হিসেবে ২ হাজার কৃষকের মাঝে ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএফপি ও ১০ কেজি এমওপি সার বিতরণের উদ্বোধন করেন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাউসার মিশু, উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম রফিকুল ইসলাম ও আনোয়ারা বেগম, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বতজান চৌধুরী, বরিশাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ।#