সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের সংবাদ প্রকাশ করায় বহুল আলোচিত জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক মতিউর রহমানসহ গাইবান্ধার ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলামের আহবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পলাশবাড়ী প্রেসক্লাব সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,প্রেসক্লাব গাইবান্ধার সহ সভাপতি ভুক্তভোগী রবিন সেন, বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাসেল কবির, রিপোর্টার ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,মাসুম বিল্লাহ্, লাল চান বিশ্বাস,রিপন আকন্দ, ইসমাইল,দৈনিক যুগের আলো আসাদুজ্জামান রুবেল প্রমুখ।এসময় গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সাঘাটা,ফুলছড়ি, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার সময়ে বিভিন্ন প্রকল্পের অনিয়ম তুলে ধরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক মানবজমিন ও মাছরাঙা টিভির সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, আনন্দ টিভির সাংবাদিক মিলন খন্দকার, বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক রবিন সেন এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গোবিন্দগঞ্জে কাজে অনিয়মের খবর প্রকাশ করায় সমকাল পত্রিকার সাংবাদিক এনামুল হকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.