• সারাদেশ

    পলাশবাড়ী প্রফেসরপাড়া জামে মসজিদের পাঁচ তলা ভিত্তি প্রস্তর উদ্বোধন

      প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ৭:৫১:২৪ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

    গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী গ্রামের প্রফেসরপাড়ার ১৯৭১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি প্রফেসরপাড়া জামে মসজিদ টি ভেঙ্গে নতুন করে পাঁচ তলা করার লক্ষে ২২ জুলাই শনিবার সকালে মসজিদের সভাপতি পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন।

    এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল রিপন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মালেক চৌধুরী সহ প্রফেসরপাড়া জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান আসাদ, মুয়াজ্জিন হাফেজ শাহ্ আলম,পলাশবাড়ী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম,মাদ্রাসা সভাপতি আজাদুল ইসলাম আজাদ, ফজলুল কবীর প্লাবন আলহাজ্ব আমিনুল ইসলাম বি,এস,সি,সহকারী অধ্যক্ষ আব্দুস ছামাদ(অঃ),অধ্যক্ষ শাহজাহান আলী(অবঃ), মোঃ শাহ আলম(অবঃ ব্যাংকার),ডাঃ তারা,মোঃ আব্দুর সাত্তার (অবঃ ব্যাংকার),

    ময়নুল হক আনছার ভি,ডি,পি,সাইফুল ইসলাম, লাভলু মিয়া,আলহাজ্ব মাজেদুল ইসলাম(অবঃ ব্যাংকার), বাদশা আলম,নজরুল ইসলাম রাজু,আলহাজ্ব আব্দুল হামিদ, আলহাজ্ব আব্দুল কাদের (সাবেক সেক্রেটারী অত্র মসজিদ), নজরুল ইসলাম,সোলাইমান দুদু, সাইফুল ইসলাম লিখন, জাকারিয়া ইসলাম জাকু, আব্দুল্লাহ আল নোমান(সহঃ অধ্যাপক),অধ্যক্ষ সারোয়ার রাব্বি, সহ অধ্যক্ষ শফিকুল ইসলাম, আতাউর রহমান মন্টুসহ মসজিদ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে মোনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী হাট জামে মসজিদের ঈমাম মওলানা শহিদুল ইসলাম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ