• আইন ও আদালত

    পলাশবাড়ী থানার নবাগত ও‌সির সা‌থে ম‌ডেল প্রেসক্লা‌বের সৌজন্য সাক্ষাৎ

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৪ , ১১:১৫:২৭ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-গাইবান্ধা জেলা প্রতিনিধি:

    ‘আমি থাকলে মাদক থাকবে না। আর মাদক থাকলে আমি থাকব না।’ নারী-পুরুষ যেই হোক না কেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে। মাদকের সঙ্গে যত বড় প্রভাবশালী ও শক্তিশালী ব্যক্তি হোক না কেন, তারা কোনো ছাড় পাবে না। মাদকের স্থান পলাশবাড়ীর মাটিতে হবে না। গতকাল সন্ধ‌্যায় পলাশবাড়ী ম‌ডেল প্রেসক্লা‌বের সদস‌্যদের সা‌থে মত‌বি‌নিময় কা‌লে উপ‌রোক্ত কথাগু‌লো ব‌লেন পলাশবাড়ী থানায় সদ‌্য যোগদানকৃত নবাগত থানা অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) জুল‌ফিকার আলী ভু‌ট্টো।

    উ‌ল্লেখ‌্য, তিনি গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর জেলার কাহারোল উপজেলা এলাকার বাসিন্দা। দাম্পত্যজীবনে তিনি দুই মেয়ে সন্তানের বাবা। যোগদান পরবর্তী শারদীয় দুর্গোৎসব নিরাপদ-নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ প্রবণতা কঠোর হস্তে দমনে সবার সহায়তা কামনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ