• আইন ও আদালত

    পলাশবাড়ীর ড্রীমল্যান্ড পার্কে রক্তপাতের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

      প্রতিনিধি ১৯ জুন ২০২৪ , ১০:৫৪:১১ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-গাইবান্ধা প্রতিনিধি:

    গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের বৈরী হরিণবাড়ী গ্রামে অবস্থিত ড্রীমল্যান্ড এডুকেশন পার্ক।প্রতিনিয়ত এই পার্কে আগত স্থানীয় দর্শনার্থীরা নানা ভাবে হয়রানি শিকার হচ্ছেন। পার্ক কে ঘিরে আধিপাত্য বিস্তার ও নারী ঘটিত কে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘঠছে ছোট বড় সংঘর্ষের ঘটনায় এতে অনেকেই হতাহত হচ্ছেন। এমন কি জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা,নারীরা শিকার হচ্ছেন লালসার, সংঘটিত এ সকল ঘটনা কোনটা প্রকাশ পাচ্ছে আবার কোন ঘটনা নিরবে ধামা চাপা পড়ছে। অনিরাপদ এ পার্কটিতে আগত দর্শনার্থীরা নানা ভাবে ইভটিজিং এর ও ফিটিংবাজির শিকার হয়ে অর্থ ও সভ্রম হারাচ্ছেন। মান সম্মানের ভয়ে ভুক্তভোগীরা আইনের আশ্রয় না নিয়ে ঝুট ঝামেলা এড়াতে ঘটনার ধামাচাপা দিচ্ছেন।

    গত১৭ জুন ঈদের দিন নারী ঘটিত ও আধিপাত্য বিস্তার কে কেন্দ্র করে ড্রীমল্যান্ড পার্কে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মুন্না (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে বলে জানা যায়। এ সংঘর্ষে গুরুতর আহত মু্ন্না (১৬) কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত মুন্না পৌর শহরের জামালপুর গ্রামের সাদারুলের ছেলে। আহত মুন্নার পরিবার তার চিকিৎসার পাশাপাশি পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেছে।মুন্নার পিতা সাদারুল ইসলাম বাদি হয়ে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেছেন ।মামলা নং ১৮!২৮/০৬/২০২৪।ধারা ১৪৩,৩২৩,৩২৬,৪০৭,৫০৬,১৪
    যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারা হলেন (১)শামিম২৫ পিতা আইয়ুব আলী সাং নুনিয়াগাড়ী ( ২)আশিক ১৯ পিতা শাহিন মিয়া সাং নুনিয়াগাড়ী(৩)আগুন পিতা অজ্ঞতা(৪) হৃদয় ১৮ পিতা অজ্ঞতা( ৫) বিপুল ২০ পিতা আনছার আলর(৬) লেবু মিয়া ২০ পিতা অজ্ঞতা ( ৭)আল আমিন পিতা রুহুল আমিন। অজ্ঞতা আরো ৬/৭ জন।
    পলাশবাড়ী ড্রীমল্যান্ড এডুকেশন পার্কের আগত দর্শনার্থীদের অনিরাপত্তার বিষয়ে জানতে চাইলে পার্কের সত্বাধিকারী রিয়াশাদ রিফাত মলিন সরকার জানান, পার্কের নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের জন্য জনবল ও সিসি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দ্রুত এ কাজ সম্পূর্ন করা হবে।

    উল্লেখ্য, পলাশবাড়ীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ড্রীমল্যান্ড এডুকেশন পার্কের সার্বিক নিরাপত্তা জোড়দার ও পার্কের ভিতরে অবস্থান করা ফিটিংবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনে পার্কে সংশ্লিষ্ট ও উপজেলার প্রশাসনের কর্মকর্তাগণে হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ