• আইন ও আদালত

    পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে কারাদণ্ড

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৪ , ৮:০৮:১৭ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-গাইবান্ধা জেলা প্রতিনিধি:

    গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৫ নভেম্বর সকালে ৩টি স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ব্যবস্থাপনায় মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার। এসময় পলাশবাড়ী থানা পুলিশ উপস্থিত ছিলো।

    দন্ডপ্রাপ্তরা হলেন, পলাশবাড়ী উপজেলার পৌর ৮ নং ওয়ার্ডের ছোট হরিণমারী গ্রামের মৃত বরিজ উদ্দিনের পূত্র কাশেম মিয়া (৫০) কে দেড় বসর বিনাশ্রম ও উপজেলার মহদীপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের মোঃ মন্টু মিয়ার পুত্র সোহেল মিয়া (২৫) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    এসময় দুই হাজার পাঁচশত টাকা উভয়কে জরিমানা করা হয়।
    দেড় বছর কারাদণ্ড প্রাপ্ত কাশেমের বসত বাড়ী হতে ৫০ গ্রাম গাঁজা এবং উভয়ের নিকট হতে সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। দন্ড প্রদান শেষে উক্ত দু’জনকে গাইবান্ধা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ