• আইন ও আদালত

    পলাশবাড়ীতে বিদ্যালয়ের স্থাপনা ভে‌ঙ্গে বা‌ড়ি‌তে নি‌য়ে যাওয়ার অ‌ভি‌যোগ

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:০৯:২৬ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-গাইবান্ধা প্রতি‌নি‌ধিঃ

    কোন রেজুলেশন বা অনুমতি ছাড়াই গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর এফএম উচ্চ বিদ্যালয়ের সংস্কারযোগ্য স্থাপনা ভেঙে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ মণ্ডলের বিরুদ্ধে।
    পরে অবস্থাবেগতিক দেখে স্থাপনার ইট পুনরায় বিদ্যালয়ে ফেরত দিয়ে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। ৪ ফেব্রুয়ারী রোববার দুপুরে সরেজমিন ওই বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির এক কোনের সীমানা প্রাচীরসহ সংস্কার সংযোগ্য টয়লেট ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। পাশের একটি বিল্ডিয়ের সামনে জড়ো করে রাখা হয়েছে ভাঙা স্থাপনার কয়েক হাজার ইট।

    সীমানা প্রচীর ভেঙে ফেলায় অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যাবস্থা। বিদ্যালয়েরর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস মিয়া জানান, কোন ধরণের রেজুলেশন বা অনুমতি ছাড়াই গত শনিবার (২৬ জানুয়ারী) বিদ্যালয়েরর সংস্কার যোগ্য কিছু অংশ ভেঙে ইট নিয়ে যান অভিভাবক সদস্য ইউসুফ মণ্ডল। সেদিন বিদ্যালয় বন্ধ থাকায় তিনি বাধা দিতে পারেননি।

    পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় ইট গুলো ফিরিয়ে দিয়ে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন ইউসুফ মণ্ডল।রবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রি জান্নাতুল মাওয়া আক্তার জানান, ঘটনার পরদিন আমরা স্কুলে এসে দেখি ক্লাস রুমটা ভাঙা। পরে জানতে পারি ইট গুলো চুরি করে নিয়ে গেছে। রুমটা সংস্কার করা হলে মেয়েদের একটা কমন রুম হিসেবে ব্যবহার করা যেত।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। কমিটির রেজুলেশন বা পূর্বানুমতিছাড়া বিদ্যালয়ের স্থাপনা ভাঙার অধিকার কারো নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এ ব‌্যাপা‌রে অ‌ভিযুক্ত ইউছুব মন্ডল এর সা‌থে মোবাইল ফো‌নে কথা হ‌লে তি‌নি ব‌লেন, আ‌মি ক‌মি‌টির সবার সা‌থে কথা ব‌লে এ কাজ ক‌রে‌ছি, এবং ইটগু‌লো ফেরৎ দি‌য়ে দি‌য়ে‌ছি। সুষ্ঠু তদন্ত পূর্বক দোষী ব‌্যক্তির বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহণের দাবী স‌চেতন এলাকাবা‌সির।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ