• সারাদেশ

    পলাশবাড়ীতে বারটান এর উদ্যোগে ৩ দিনের ফলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ শুরু

      প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ৫:২১:১১ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-পলাশবাড়ী প্রতিনিধি:

    বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিটিউট (বারটান) পীরগঞ্জ রংপুরের এর বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার এসএএও, শিক্ষক, তথ্য আপা, স্বাস্থ্য কর্মী, মাঠকর্মী, ইমাম পুরোহিত, এনজিও কর্মী ৩০ জন ও কিষাণ-কিষাণী ৩০ জন সহ মোট ৬০ জনকে নিয়ে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়েছে।

    ২০ জুন মঙ্গলবার সকাল থেকে হতে শুরু হয়ে প্রশিক্ষণ চলবে আগামী ২১ জুন বৃহস্পতিবার পর্যন্ত। এ প্রশিক্ষণের উদ্বোধণী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশুর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় ফলিত পুষ্টি বিষয়ে তুলে ধরেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিটিউট (বারটান) পীরগঞ্জ রংপুরের এর উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান ড. মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা মেডিক্যাল অফিসার ডাঃ মাহাবুব হোসেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ