প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ৮:২৬:৫৮ প্রিন্ট সংস্করণ
আরিয়ান রাকিব-পলাশবাড়ী প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে পুর্ব শত্রুতার জের ধরে দুদু মিয়া (৬০) নামে এক ব্যাক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।এসময় গ্যারেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে ৫ টি অটোরিকশা।
প্রাথমিক তথ্যানুসন্ধানে যানাযায়, পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের জিল্লু মিয়া একটি গ্যারেজ থেকে গত কয়েক দিন আগে অটোচুরির ঘটনাঘটে।
এরইধারাবাহিকতায় এলাকার চিহ্নিত একটি চোর চক্র ১৩ জুলাই শনিবার দিবাগত রাতে ওই গ্যারেজে পুর্ব পরিকল্পিত ভাবে চুরির জন্য যায়। এসময় তারা নাইট গার্ড দুদু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে ৫ টি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।
নিহত দুদু মিয়া (৬০) নুরে আলম জিল্লু নামে এক ব্যাক্তির গ্যারেজে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।