প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৪ , ৮:০৪:৫৬ প্রিন্ট সংস্করণ
সাগর আহম্মেদ-গাইবান্ধা জেলা প্রতিনিধি:
শুক্রবার (১১ অক্টোবর) সকালের দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের বুড়িরঘর নামকস্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় জানায়, ওইসময় বুড়িরঘর নামক এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে পাশের ধানখেতে মরদেহটি পরে থাকতে দেখা যায়। ব্যক্তিটির নাম-পরিচয় জানা হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছে।
বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমাকে সাড়ে ছয়টার দিকে অপরিচিত এক ব্যক্তি ফোন করে জানায়। পরে পুলিশে ফোন দিলে পুলিশ ৭টার দিকে এসে মরদেহটি উদ্ধার করেন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো জানান- ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।