প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৮:৩৫:১৫ প্রিন্ট সংস্করণ
সাগর আহম্মেদ-গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জন্ম-মৃত্যু নিবন্ধন-আনবে দেশে সুশাসন’ এরাবের প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার-এর সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা,
পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম, হরিনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর, পলাশবাড়ী প্রেস কাবের প্রধান উপদেষ্টা শাহ আলম সরকার ও উপদেষ্টা ফেরদাউছ মিয়া প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও ইউপি চেয়ারম্যান, ইউপি সচিবসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।