প্রতিনিধি ২ মে ২০২৩ , ৭:৪৬:১৬ প্রিন্ট সংস্করণ
সাগর আহম্মেদ ,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
২ মে মঙ্গলবার পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ২য়পত্র পরীক্ষা চলাকালে নৈব্যত্তিক প্রশ্নের নকল করে অধিকাংশ পরীক্ষার্থী একই কোডে উত্তরপত্র পূরণ করার অভিযোগে কেন্দ্র সচিব শাহ মুহ: মাহাবুবুল আলম তাদের বহিস্কার করেন। বহিস্কৃত শিক্ষকরা ওই কেন্দ্রের ১০১ নম্বর রুমে কক্ষ পরিদর্শক গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক শিউলী বেগম ও ১০২ নম্বর রুমের কক্ষ পরিদর্শক নান্দিশহর উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক আব্দুল্যা আল মতি। তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করেনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিব।
পরীক্ষার্থী নজরুল ইসলাম সীমান্ত বলেন, সীট বসানো থেকে শুরু করে স্যাররা ভালো ভালো মানুষের সন্তানদের বিশেষ সুবিধা প্রদান করে আসছেন। ব্রেঞ্চ কম বেশি করে উল্টো পথে সীট নাম্বার বসিয়েছে। এমনকি নৈব্যত্তিক সীট পূরণ করে দেয়া হচ্ছে। সবাইকে এই সুযোগ দেয়া হচ্ছে না।আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে বিশেষ কিছু শিক্ষার্থীকে সুবিধা প্রদান করা হচ্ছে। অনিয়মের দায়ভার কে নেবে? কেন্দ্র সচিব শাহ মুহ: মাহাবুবুল আলম বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিস্কার করা হয়েছে।