সাগর আহম্মেদ-গাইবান্ধা জেলা প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে দোয়া গণ সমাবেশ, ও বর্তমান নির্দলীয় সরকারের কাছে ৫ দফা দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাবি সমূহ (১) সংখ্যানুপাতিক (PR)পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন। (২) ছাত্র জনতার গনবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার। (৩) দূর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। (৪) ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্হা গ্রহণ। (৫) ইহকালীন শান্তি পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলামভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
১লা অক্টোবর মঙ্গলবার বিকেলে পলাশবাড়ি চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা মাওলানা মুহাম্মাদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ পলাশবাড়ি থানা শাখা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ বিশেষ অতিথি মাওলানা আব্দুল মাজেদ (প্রভাষক) সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা।
সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা হাফেজ মাওলানা আল-আমীন বিন হোসাইন সেক্রেটারি ইসলামি আন্দোলনের বাংলাদেশ গাইবান্ধা জেলা হাফেজ মাওলানা মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন সভাপতি ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা ও জেলা ও থানা দায়িত্বশীল ও স্থানীয় নেতাকর্মীগণ। এ সময় বক্তারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে এ দাবি পেশ করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন। পরিচালনায় মাওলানা মোঃ আনিসুর রহমান আনাস, আহবায়ক, ইসলামী শিক্ষক ফোরাম, পলাশবাড়ী উপজেলা শাখা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.