• সারাদেশ

    পলাশবাড়ীতে আওয়ামীলীগ ও জামায়াত কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

      প্রতিনিধি ২৮ জুন ২০২৩ , ১০:৪২:৩২ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

    গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, আওয়ামীলীগ ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষসূত্রে জানা যায়, গতরাত ১০.০০ মিনিটে একটি অটোভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে, আওয়ামীলীগ ও জামায়াতের কর্মীদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়।

    এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কালিবাড়ী বাজারের মহিলা মার্কেটের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে, যে কোনো ধরনের সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে পলাশবাড়ী থানা পুলিশ। পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ