প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২০ , ৪:৪২:১৪ প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসেন তরফদার-মৌলভীবাজার জেলা রিপোর্টার:
মৌলভীবাজার মডেল থানার এজাহারনামীয় আসামী মোঃ ইকবাল হোসেন ২৬ কে গ্রেফতার করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ। জানাযায় ২০১৬ সালে মৌলভীবাজার মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
এর পর থেকে সে পালিয়ে থেকে রীতিমত মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে,গত ৩/৯/২০ তারিখ অফিসার পরিদশক তদন্ত পরিমল দেব নিদেশে রেইড় পাটি ০১ এস আই নাফিজ ও এস আই তোফাজ্জল ফোসসহ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন ২৬ কে ৩০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে, ইকবালের বিরুদ্ধে ২০১৬ সালে মৌলভীবাজার মডেল থানায় মামলায় পলাতক আসামী, মামলা নং জি আর ২৮, ২৬/৭/১৬ ধারা ৩৯৯/৪০২ দঃ বিঃ,এই মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচাজ ইয়াছিনুল হক বলেন ইকবাল হোসেন কে ৩০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হইছে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াদিন চলছে।আমরা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার অভিজান চলবে।