• Uncategorized

    “পরিবর্তন”-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৫:১৯:৩৪ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ পরিবর্তন

           লেখকঃ শিহাব আহম্মেদ

    সেই দিনটায় ভালো ছিলো
    যখন, এক টাকায়
    চারটি লজেন্স পাওয়া যেত।

    সেই সময়ের প্রেম খাঁটি ছিলো
    যখন,অনেক দিন পর পর
    চিঠি  লিখে যোগাযোগ হতো।

    সেই সময় আত্মীয়দের বেশি সম্মান করা
    হতো যখন,পায়ে হেঁটে
    কুটুম বাড়ি যাওয়া হতো।

    সেই সময়ের দাম্পত্ব জীবন সুখের ছিলো
    যখন,বিয়ের পূর্বে বর কনে
    অপরিচিত থাকতো

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ