• চট্টগ্রাম বিভাগ

    পরশুরামে সুজন’র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

      প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৪ , ৯:০৬:০৫ প্রিন্ট সংস্করণ

    কাজী আজিম-ফেনী জেলা প্রতিনিধি:

    রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে পরশুরামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আরিফুর রহমান সুজনের উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুলের সভাপতিত্বে ও সম্পাদক এমএ হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবু তালেব, পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম,সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন,

    ফেনী জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আবদুল আলিম মাকসুদ, পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, পরশুরাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী আসিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, পরশুরাম কবি শামছুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা জসিম উদ্দিন মজুমদার, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো মহি উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজন’র উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক সবীর আহমেদ ফোরকান,পরশুরাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা,জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আবু তালেব রিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামীম ভূইয়া সুমন, তৌহিদুর রহমান,প্রেস ক্লাবের সহ সম্পাদক আজমীর মিশু,কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক সহিদ উল্যাহ,ক্রীড়া সম্পাদক মো ইব্রাহিম প্রমুখ।অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও আরিফুর রহমান বলেন, সুজন সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। সুশাসন গণতন্ত্রের একটি অংশ। সুজনের সকল কাজে সহযোগিতার আশ্বাস দেন তিরি।
    পরে অতিথিবৃন্দ সুজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে একে অপরের মুখে তুলে দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ