ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, সিইসি'র বক্তব্য যেমন প্রমাণ করেছিলো ক্ষমতাসীন আওয়ামী সরকার রাতের ভোটের সরকার ঠিক তেমনিভাবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে দিলো এ সরকার জনগণের সরকার নয়। ভারতের মদদপুষ্ট সরকার। দেশের স্বার্থ বারবার বিকিয়ে দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রকে বারবার কেন নানান সুযোগ সুবিধা দেয়া হয় তা আজ জনগণের সামনে দিনের আলোর মত পরিষ্কার। একথা স্পষ্ট এ সরকার জনবিরোধী সরকার।
দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থ একটি সরকার। ২০ আগস্ট শনিবার রাজধানীর আস-সাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, দেশ পরিচালনায় সরকার অনেক আগেই খেয় হারিয়ে ফেলেছে। তেলের দাম বাড়িয়ে দেশের খেটে খাওয়া মানুষদেরকে অবর্ণনীয় দুর্ভোগের দিকে ঠেলে দেয়া হয়েছে। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সরকার যেমন ব্যর্থ তেমনিভাবে মন্ত্রী-এমপিদের উস্কানীমূলক, মিথ্যা ও হাস্যরসাত্মক মন্তব্য করা থেকে বিরত রাখতেও ব্যর্থ।
অধ্যক্ষ মাসউদ আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ভুলে সত্য প্রকাশ করে থাকলে আওয়ামী সরকারের উচিৎ জনগণের কাছে ক্ষমা চাওয়া। অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রতিবন্ধকতার সৃষ্টি না করা। আর যদি তিনি ব্যক্তিগতভাবে মন্তব্য করে থাকেন তবে স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতার কারনে তার মন্ত্রীত্ব বাতিল করে গ্রেফতার করতে হবে। এমন তাবেদার ও দালালদের ব্যাপারে শিক্ষা না নিলে এ সরকারকে চরম পরিণতি ভোগ করতে হবে।
নগর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন নগর উত্তরের সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন পরশ, দফতর সম্পাদক মুফতী নিজাম উদ্দিন, সহকারী দফতর সম্পাদক আলহাজ্ব মোঃ আলাউদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক প্রভাষক ডাক্তার মুজিবুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আলহাজ্ব আমীনুল হক তালুকদার, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক মুফতী আব্দুল কুদ্দুস সহ নগর নেতৃবৃন্দ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.