প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৩ , ১১:৩৭:৪৩ প্রিন্ট সংস্করণ
মেহেদী মাসুদ-পাবনা:
সরকারি নিষেধাজ্ঞা অপেক্ষা করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারে সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক এবং ৮ টি নৌকা সহ বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক এবং নৌকা, বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। নাজিরগঞ্জ নৌ পুলিশের ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান বলেন, রাজশাহী নৌ-পুলিশ অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে রাতভর সুজানগর উপজেলার রায়পুরে ও হাসামপুরের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অপেক্ষা করে মা ইলিশ মাছ ধরছে জেলেরা- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়। এসময় তাদের ৮টি নৌকা, ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।