পত্নীতলা পৌরসভার নির্বাচনে নৌকা প্রার্থীর জয়লাভ
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা র্নিবাচনে মো. রেজাউল কবির চৌধুরী বালু বাবু বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। পৌরসভার নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মো. রেজাউল কবির চৌধুরী বালু বাবু নৌকা প্রতীকে ৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম একমাত্র প্রার্থী ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মো.আনোয়ার হোসেন পেয়েছেন ৫ হাজার ১৫০ ভোট। সংরক্ষিত আসনে ১নং ফারহানা টেলিফোন র্মাকায় ১ হাজার ৮৫৬ ভোট , ২ ং শাহানাজ বেগম চশমা র্মাকায় ১হাজার ৫২৩ ভোট ৩ নং ফারজানা চশমা র্মাকায় ১ হাজার ৮৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর ১নং ওর্য়াডে মো. মুজাহিদ , ২নং ওর্য়াডে অরুন পাল, ৩ নং ওর্য়াডে আব্দুল মজিদ , ৪নং ওর্য়াডে যুগল চন্দ্র , ৫ নং ওর্য়াডে সুর্দশন , ৬নং ওর্য়াডে আপেল মাহমুদ , ৭ নং ওর্য়াডে মোস্তফা কিবরিয়া , ৮ নং ওর্য়াডে সূর্য্যকান্ত সরকার ৯ নং ওর্য়াডে মিজানুর রহমান মিতু বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। শনিবাার রাতে জেলা র্নিবাচন অফিসার ও রির্টানিং অফিসার মাহমুদ হাসান পত্নীতলা উপজেলা সভাকক্ষে এ ফলাফল ঘোষনা করেন । এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. লিটন সরকার, সহকারী রির্টানিং অফিসার জাহিদুর রহমান , থানা ওসি সামসুল আলম শাহ্ প্রমূখ ।
আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল , ৯টি ভোট কেন্দ্রে কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট,র্যাব,বিজিবি,পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। নির্বাচনে মোট ভোটার ছিল ছিল ১৬ হাজার ৯৯৭ জন। ৭৫.৫৬শাংতাং ভোট কাষ্ট হয়েছে ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.