মোঃ শাহআলম-ক্রাইম রিপোর্টার:
পত্নীতলা, নওগাঁঃ গত ৫ই জানুয়ারী ৬ষ্ঠ ধাপে অনুষ্টিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর পত্নীতলায় নির্বাচনী সহিংসতায় ০৪টি ইউনিয়নের ০৫ টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত ঘোষনা করেন। পরবর্তীতে ০৭-ই ফেব্রয়ারি পুনঃ ভোট গ্রহনের তারিখ ধার্য্য করা হয়। যথারীতি আজ সকাল ০৮ টা হতে বিরতিহীন ভাবে বিকাল ০৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে স্ব স্ব কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার। উক্ত ভোট গ্রহনের ফলে চারটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়। গত নির্বাচনে সহিংসতার কারনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মত।
তুলনামুলক ভাবে ঘোষনগর ইউনিয়নের দুটি কেন্দ্রের ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। নির্বাচনী সহিংসতায় মামলার ভয়ে অনেক ভোটার ভোট দেয়ার অনিহা প্রকাশ করে অজ্ঞাত মামলার কারনে। বেসরকারী ভাবে নির্বাচিত চেয়ারম্যান ও তার নিকটতম প্রার্থীর প্রাপ্ত ভোট, ঘোষনগর ইউনিয়নে বিজয়ী মোঃ আবু বক্কর সিদ্দিক বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীক নৌকা। প্রাপ্ত ভোট= ১১৯১ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ ফারজানা পারভীন (স্বতন্ত্র) প্রতীক ঘোড়া, প্রাপ্ত ভোট= ১৫৭
পত্নীতলা ইউনিয়নের বিজয়ী মোঃ ওবায়দুল ইসলাম স্বপন বাংলাদেশ আওয়ামী লীগ বিদ্রোহী প্রতীক আনারস প্রাপ্ত ভোট= ১২৯৪, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাসির উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীক নৌকা প্রাপ্ত ভোট= ১৭১।
কৃষ্ণপুর ইউনিয়নে বিজয়ী মোঃ নজরুল ইসলাম (স্বতন্ত্র) বিএনপি প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট= ৯৪২ নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী শ্যামল মহন্ত বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীক নৌকা প্রাপ্ত ভোট= ৩৩২। উপজেলার আকবরপুর ইউনিয়নে বিজয়ী মোঃ ওবায়দুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীক নৌকা
প্রাপ্ত ভোট= ১১৯৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জামান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ বিদ্রোহী প্রতীক আনারস প্রাপ্ত ভোট=৪৭২ সর্ব মোট ইউনিয়ন ০৪ টি। আওয়ামী লীগ নৌকা ০২টি, আওয়ামী লীগ বিদ্রোহী ০১টি এবং (স্বতন্ত্র ) বিএনপি= ০১টি ইউনিয়নে বেসরকারী ভাবে নির্বাচিত করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.