• Uncategorized

    পত্নীতলায় মহামারী করোনার বিস্তাররোধকল্পে সরকার কর্তৃক গরীব, অসহায়, ও দুঃস্থদের মাঝে জি আর প্রদান

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২১ , ৩:২৭:২৪ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

    মহামারী করোনার বিস্তাররোধকল্পে সরকার কর্তৃক
    সার্বিক কার্যাবলী/ চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হয়ে পড়া গরীব,অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে জি আর ( নগদ টাকা সহায়তা) প্রদান এর অংশ হিসেবে প্রত্যেক ইউনিয়নের ৫০০ পরিবারকে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।এটি উদ্বোধন করেন পত্নীতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন সরকার।উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আঃ গাফফার এবং আরও অনেকে।এছাড়া আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব,অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ হিসেবে প্রত্যেক পরিবারকে নগদ ৪৫০ টাকা করে প্রদান করা হয়।মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত উপহার শতভাগ সততা ও স্বচ্ছতার সাথে যথোপযুক্ত লোকের মাঝে যথাযথভাবে বিতরনে উপজেলা প্রশাসন পত্নীতলা বদ্ধপরিকর বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা এ কাজের সাথে জড়িত সকল কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নের্তৃবৃন্দ সহ সুধী সমাজের প্রতি। পত্নীতলা উপজেলার নজিপুর,দীবর,শিহাড়া ও নির্মইল ইউনিয়নে জি আর ও ভিজিএফ এর টাকা প্রদানের কিছু খন্ড চিত্র..উল্লেখ্য,পত্নীতলা উপজেলার ১১ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভায় মোট ৬০০০ জনকে জি আর এবং প্রায় ১৭০০০ জনকে ভিজিএফ সুবিধা প্রদান করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ