• Uncategorized

    পত্নীতলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২১ , ১:৫০:৩৩ প্রিন্ট সংস্করণ

    আজ বুধবার ১৭ই মার্চ সকালে পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়,এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ পুলিশ পত্নীতলা থানা, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পুস্পমাল্য অর্পণ, কেক কেটে মিষ্টি বিতরণ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাতে দোয়া মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।

    সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এম, পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

    এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) সানজিদা সুলতানা,জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী ,নজিপুর পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী বাবু, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ