শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ
কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র ” এই পতিপাদ্য নিয়ে পত্নীতলা থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় থানা চত্বর হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা খালিদ সাইফুল্লাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তি বর্গ,সাংবাদিক ও সুধিজন প্রমূখ এসময় বক্তারা বলেন কমিউনিটি পুলিশিং কার্যক্রম পুলিশের একটি যুগান্তরকারী পদক্ষেপ।
এই কার্যক্রমের মাধ্যমে পুলিশ খুব সহজেই একজন মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা দিতে সক্ষম হচ্ছে। এছাড়া মাদক নির্মূল করতে, বাল্যবিয়ে বন্ধ করাসহ অন্যান্য অপরাধ কর্মকান্ডগুলো বন্ধ করতেও এই কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা গুরুত্বপূর্ন ভূমিকা রেখে আসছে। পুলিশ খুব সহজেই এই সদস্যদের মাধ্যমে প্রত্যন্ত এলাকার বিভিন্ন অনিয়মের খবর জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছেন এবং প্রতিটি ইউনিয়নে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে গিয়ে সেবা গ্রহণ করতে পারছেন যার কারণে আর দূর-দূরান্ত অঞ্চল থেকে সেবাগ্রহিতাদের আর থানায় আসতে হচ্ছে না।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.