প্রতিনিধি ১০ এপ্রিল ২০২২ , ১১:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহ আলম-ক্রাইম রিপোর্টার:
মুজিববর্ষে দেশের প্রতিটি থানায় পুলিশের উপহার একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ ও পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (১০ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন তিনি। ভার্চুয়ালি এ উদ্বোধন কালে নওগাঁর পত্নীতলা থানা হতে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, তদন্ত ওসি হাবিবুর রহমান সহ অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আসকের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক রুবাইত হাসান, পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।নজিপুর পৌরসভার ২নং ওয়ার্ড পলিপাড়া গ্রামের বিপুল শেখের স্ত্রী শিল্পি পুলিশের উপহারকৃত ঘর পেয়ে তিনি আনন্দে আপ্লুত হয়ে পড়ে। এভাবে বাংলাদেশের কোন নাগরিক যাতে গৃহহীন না থাকে তারই ধারাবাহিকতায় মুজিববর্ষে উপহার হিসেবে উক্ত গৃহনির্মাণ চলমান থাকবে।