প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২২ , ৭:২৩:৪৫ প্রিন্ট সংস্করণ
শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর পত্নীতলায় বালুবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মটরসাইকেল আরোহী সিয়াম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সিয়ামের বয়স প্রায় ১৮ বছর এবং উপজেলার ঘোষপাড়া গ্রামের হানিফের ছেলে।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় নওগাঁ ধামইরহাট আঞ্চলিক সড়কে নজিপুর কাঁচা বাজার সংলগ্ন হরিরামপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
বালুবাহী ট্রাক্টর নজিপুর বাসস্ট্যান্ডের দিকে আসছিল এবং মোটরসাইকেল আরোহী সিয়াম ধামইরহাটে দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কা জনক দেখে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার পথে সিয়ামের মৃত্যু হয়।
পত্নীতলা থানার তদন্ত অফিসার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে মৃত্যু হয়েছে এ বিষয়ে থানায় কোন অভিযোগ করেননি।