প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২২ , ৪:১৬:৫১ প্রিন্ট সংস্করণ
শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীর ব্রিজের উপরে ট্রাকের ধাক্কায় চার্জার ভ্যানচালক ফরিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে নিহত ফরিদুল ইসলাম উপজেলা সদর নজিপুর পুরাতন বাজার এলাকার আইজার প্রামাণিকের ছেলে । স্থানীয় ও থানা সূত্রে জানা যায় রবিবার (২৩ অক্টোবর) ফরিদুল ইসলাম চার্জার ভ্যান নিয়ে সাপাহার হতে নজিপুর আসার পথে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের আত্রাই নদীর শহীদ সিদ্দিক প্রতাব সেতুর উপর উঠলে বিপরীত দিক থেকে নজিপুর হতে আসা সাপাহার গামী ঢাকা মেট্রো -ট ১ –৬৪০১ নম্বরের ট্রাকটি আনুমানিক দুপুর ১২.৫০ টার দিকে ভ্যানগাড়ীতে মুখোমুখি স্ব জোড়ে ধাক্কা দেয় এতে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, থানায় কোনো অভিযোগ হয়নি।