পত্নীতলায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন
দেলোয়ার হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় রোববার(০৭ই মার্চ) বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচীর মধ্যে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা
উত্তোলন,বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতা ও আলোচনা সভা।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে ইউএনও মো. লিটন সরকারের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আব্দুল আহাদ, ওসি শামসুল আলম শাহ্ প্রমুখ। সকল কর্মসূচীতে বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.