শাকিল হোসেন-স্টাফ রিপোর্টার:
নওগাঁর পত্নীতলায় পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি বুধবার সকাল ৮ টাকা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
১১ ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয় এবং চারটি ইউনিয়নের আংশিক ফলাফল প্রকাশ করা হয়েছে কিছু কেন্দ্রের ফলাপল স্থগিত রয়েছে।
নজিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান মিন্টু ঘোড়া প্রতীকে ৩৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাদেক উদ্দিন নৌকা প্রতীকে৩৭৩৭ ভোট পেয়েছেন।
দিবর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফাহাদ জামান মোটরসাইকেল প্রতীকে ৪৬৯৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়সাল হোসেন আনারস প্রতীকে ৪০১৮ভোট পেয়েছেন।
মাটিন্দর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ নৌকা প্রতীকে ৬১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল ফারুক ঘোড়া প্রতীকে ৪৯৩৮ ভোট পেয়েছেন।
পাটিচরা ইউনিয়নের আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সবেদুল ইসলাম রনি আনারস প্রতীকে ৭৯১১ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রায়হানুল আলম নৌকা প্রতীকে ৫৪৭৪ ভোট পেয়েছেন।
আমাইড় ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম চশমা প্রতীক ৪৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক ৩২৬৭ভোট পেয়েছেন।
শেহাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ঘোড়া প্রতীকে ৭৮৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকে ৬৬৫৩ ভোট পেয়েছেন
নির্মল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীককে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
পত্নীতলা, আকবরপুর, কৃষ্ণপুর, ঘোষনগর চারটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে।
পত্নীতলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ওবায়দুল ইসলাম স্বপন আনারস প্রতীকে ৪৯৬১ ভোট পেয়ে এগিয়ে আছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম মোটরসাইকেল ৪১০৫ ভোট পেয়েছেন, ইউনিয়নে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে।
আকবরপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জামান চৌধুরি আনারস প্রতীকে ৪০৪৫ ভোট পেয়ে এগিয়ে আছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৩৪৬৫ ভোট পেয়েছেন।এ ইউনিয়নে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে।
কৃষ্ণপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ৬৪৮৩ ভোট পেয়ে এগিয়ে আছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যামল মহন্ত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ৫৭৭৭ ভোট পেয়েছেন ইউনিয়ন কেন্দ্রের ফলাফল স্থগিত আছে।
ঘোষনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক নৌকা প্রতীকে ৬৪১৫ ভোট পেয়ে এগিয়ে আছে ফারজানা চৌধুরী ঘোড়া প্রতীকে ৫৬৫৮ ভোট পেয়েছেন দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার বলেন ৫ টি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে সেখানে পুনরায় ভোট গ্রহন হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.