শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে ঝলসে গেছে রিপন দম্পত্তির শরীরের বেশিরভাগ অংশ। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায় বুধবার রাত আনুমানিক ৯ টার সময় উপজেলার আমদাপুর কমলাবাড়ী গ্রামের মৃত আমিরুলের ছেলে রিপন মিয়া (২৪) ও তার স্ত্রী হালিমা (২০) ওরফে মিষ্টি প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে যাবে এমতাবস্থায় তাদের বাড়ির পেছনের জানালা দিয়ে কে বা কাহারা আগুন ঘরের মধ্যে ছুঁড়ে মারে সেই আগুন মূহুর্তের মধ্যে তাদের শরীরে জড়িয়ে থাকা পোশাকে দাউদাউ করে জ্বলে ওঠে তারা চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত সাড়ে ১০টায় রামেক হাসপাতালে রেফার্ড করেন। এতে তাদের বাড়ী ঘরের অনেক আসবাবপত্রও পুড়ে গেছে। এমন অভিযোগ তাদের পরিবারের। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খালিদ সাইফুল্লাহ বলেন তাদেদর অবস্থা খুব খারাপ মেয়েটির শরীরের প্রায় ৮০ ভাগ আর ছেলেটির ৬৫ ভাগ পুড়ে গেছে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি ইনজেকশন স্যালাইন দিয়ে তাদেরকে রামেক হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.